মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাসিক বৈঠক অনুষ্ঠিত।

আ স ম আবু তালেব:- আজ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আওতাধীন তেউটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক জরুরি মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জনাব ইমরান হোসেন অপুর সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তেউটিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সেক্রেটারির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা আবুল কালাম খান। তিনি নেতা কর্মীদের সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন এবং দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

নের্তৃবৃন্দ সংগঠনের প্রতি তাদের দায়বদ্ধতা ও সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। এবং বৈঠকে বিগত মাসের কার্যক্রম পর্যালোচনা ও আগামী দিনের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।