মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে সংঘর্ষ : আহত ৬ জন

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গ্রাম্য সালিশ বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ২ এপ্রিল বুধবার বিকেলে অত্র উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের খলাগাঁও মসজিদ মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।

খবর নিয়ে জানাগেছে, সম্প্রতি খলাগাঁও গ্রামের মৃত শাহজাহান ঢালীর ছেলে সেন্টু ঢালীর বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

একই গ্রামের দেলোয়ার মোল্লার বিরুদ্ধে গুঞ্জন ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে । এ ঘটনায় দেলোয়ার মোল্লার বিরুদ্ধে সমাজে বিচার শালিস বৈঠক ডাকেন সেন্টু ঢালী।বিচার শালিসি শেষে গ্রাম্য মাতবরদের রায় অনুযায়ী দেলোয়ার হোসেন মোল্লা সেন্টুর কাছে ক্ষমা চান। পরবর্তীতে উপস্থিত সবার সামনেই সেন্টুর বড় ভাই কালু ঢালী দেলোয়ার মোল্লাকে মারধর করে। এক পর্যায়ে ওই এলাকার রহিম ঢালী বলেন, মসজিদের সামনে কেউ মারামারি করবেন না। এতে ক্ষীপ্ত হয়ে সেন্টু ঢালী,মন্টু ঢালী ও কালু ঢালী গংরা রহিম ঢালী (৫৫),তার স্ত্রী ময়না বেগম (৪৫),ছেলে রাব্বি(২২) কে মারধর করে।

পরে এলাকার লোকজন উত্তেজিত হয়ে সেন্টু, মন্টু ও কালু ঢালীকে গণধোলাই দেয়।
আহতদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হাসাইল-বানারী ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান জানান, সালিসি বৈঠকে আমিও উপস্থিত ছিলাম পরকিয়ার গুজব ছড়ানোর অভিযোগের কারনে এই মারামারি সংগঠিত হয়।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, মারামারির ঘটনায় দুই পক্ষের লোকজন থানায় আসছে। উভয় পক্ষের অভিযোগ প্রক্রিয়াধীন।