মির্জা মোস্তফা জামানকে দেখতে ও শারীরিক খোঁজ খবর নিলেন —খন্দকার সেলিম জাহাঙ্গীর

এস,এম,রুহুল তাড়াশী,
সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি:-

সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান কে দেখতে ও শারীরিক খোঁজ খবর নিতে আসেন , সদ্য সিরাজ গঞ্জ জেলা বিএনপি’সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য,সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর।
২৮ এপ্রিল রোজ (সোমবার) সিরাজ গঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে
মির্জা মোস্তফা জামানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এসময় খন্দকার সেলিম জাহাঙ্গীর সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,
আবুল হোসেন প্রামানিক সাবেক–যুগ্ন আহ্বায়ক তাড়াশ পৌর বিএনপি,সাইফুল খন্দকার সাবেক –যুগ্ন আহ্বায়ক তাড়াশ পৌর বিএনপি, সাইদুর রহমান মাষ্টার সাবেক সদস্য তাড়াশ উপজেলা বিএনপি,
খন্দকার নুরুল ইসলাম -যুগ্ম সম্পাদক সিরাজ গঞ্জ জেলা যুবদল,ফরহাদ হোসেন সাবেক আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল তাড়াশ উপজেলা শাখা,
পিএম নজরুল ইসলাম -যুগ্ন আহবায়ক তাড়াশ উপজেলা যুবদল, পৌর যুবদল নেতা এরশাদ আলী, রিপন তালুকদার।
মির্জা মোস্তফা জামান বেশ কয়েকদিন যাবত অসুস্থ হয়ে সিরাজ গঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন।