মা মাটির কাছে থেকে কেন্দুয়া-আটপাড়া বাসীর জনসেবা করতে চান রনি

মো:লুৎফুর রহমান হৃদয় বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ বিভাগ
বাবার স্বপ্ন পূরনে সবার আন্তরিক সহযোগিতা চান রনি।
বাবা নুরুল আমীন তালুকদার একজন বীর মুক্তিযোদ্ধা, পুলিশের দায়িত্বশীল সাবেক কর্মকর্তা।সেখান থেকে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বি এনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোরা দিয়ে বিএনপিতে যোগদান করেছিলেন।
সেখান থেকে এক দৌড়ে১৯৯৬ সালে নেত্রকোনা- ৩ ( কেন্দুয়া – আটপাড়া) নির্বাচনী এলাকায় এক দৌড়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
দলমত নির্বিশেষে সকলের প্রিয় ভাজন হয়ে ওঠেন নুরুল আমীন তালুকদার। কিন্তু আওয়ামীলীগ সরকারে থাকায় পরিকল্পনা অনুযায়ী তেমন উন্নয়ন মুলক কাজ করতে পারেননি।
তবে নির্বাচনী এলাকায় দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাণ।যে কারনে ২০০১ সালে বিপূল ভোটে তিনি পূনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। চারদলীয় জোটেরপরিকল্পনা মোতাবেক নুরুল আমীন তালুকদার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়ার কথা ছিল। কিন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন লুৎফুজ্জামান বাবর।
নুরুল আমীন তালুকদারের স্বপ্ন ছিল কেন্দুয়া – আটপাড়ার উন্নয়ন।সে লক্ষে তিনি কাজও শুরু করেছিলেন।কিন্তু বিধি বাম।দেশের বাইরে চিকিৎসা করতে গিয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরকোলে ঢলে পড়েন।
শোকার্ত দুই উপজেলাসহ নেত্রকোনা জেলা বি এনপি এবং কেন্দ্রীয় বি এনপির নেতৃবৃন্দ।
২০০৩ সালের উপ- নির্বাচনে নুরুল আমীন তালুকদারের অবদানের স্বীকৃতি স্বরুপ তাঁর বিধবা পত্নী গৃহবধূ বেগম খাদিজা আমীনকে বিএনপি মনোনয়ন দেয়া হয়।
উপ – নির্বাচনে বিজয়ী হয়ে স্বামীর স্বপ্ন পূরনের কাজে হাত দেন।এরই মধ্যে সময় শেষ হয়ে যায়।কিন্তু কাজ শেষ হয়নি।উন্নয়ন নিয়ে স্বপ্ন পূরন হয়নি খাদিজা আমীনের।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সকমনে রেখে সব মানুষের পছন্দের প্রিয় মানুষ,কেন্দুয়া – আটপাড়া বি এনপিকে ঢেলে সাজিয়ে শক্তিশালী করনের রুপকার প্রয়াত নুরুল আমীন তালুকদারের জেষ্ঠপুত্র রায়হান আমীন তালুকদার রনি মনোনয়ন চাইবেন।

মঙ্গলবার ঢাকা থেকে নেত্রকোনা হয়ে আটপাড়া উপজেলার দেওশ্রী গ্রামে তাঁর বাবার কবর জিয়ারত ও স্থানীয় বি এন পি ও সকল অংগ সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ছুটে আসেন।

এ খবরে পেয়ে দলীয় নেতাকর্মীরা নেত্রকোনা থেকে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে স্বাগত জানিয়ে বাড়িতে নিয়ে আসেন।
সেখানে এক কর্মী সমাবেশে রায়হান আমীন তালুকদার রনি আপনারা আমার বাবাকে,আমাকে ও আমার পরিবারের সকল সদস্যদের এতো ভালোবাসেন,এই ভালোবাসার ঋন কি দিয়ে শোধ করবো?
রায়হান আমীন তালুকদার রনি বলেন, আমি আমার বাবার স্বপ্ন পূরন করতে চাই।ফোটাতে চাই সব মানুষের মুখে হাসি।
এ জন্য চাই সকলের আন্তরিক সহযোগীতা।আমি আপনাদের সহযোগীতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।