মানবাধিকার সংগঠনের আড়ালে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ডাস্টবিন শফিকের সহযোগী ষসাইফুল ইসলাম।

IMG-20250906-WA0015



এস এম রেদোয়ান, বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা অফিস:

সংবাদ:
যশোরের ঝিকরগাছা উপজেলার সাইফুল ইসলামকে ঘিরে সম্প্রতি নানা সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয়ভাবে তিনি বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের হেড হিসেবে পরিচিত হলেও এলাকায় অনেকেই তাকে সমালোচনামূলকভাবে দেখছেন।

অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের নানা সুবিধা ভোগ করার পর তিনি আবার নতুন রাজনৈতিক প্রভাবশালীদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। একসময় উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক পদেও তার নাম আসে। স্থানীয় সূত্র বলছে, তিনি পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য প্রচারণা চালিয়েছিলেন।

কেবল রাজনৈতিক প্রভাব নয়, অভিযোগ আছে অর্থনৈতিক দিক থেকেও তিনি ব্যাপক সুবিধা নিয়েছেন। গত বছরের ডিসেম্বরে নিজের বাড়ির পাশে একটি তেল পাম্পের অনুমোদন নিয়েছেন উচ্চ পর্যায়ের প্রভাব খাটিয়ে। পাশাপাশি মানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে দেশজুড়ে নানা ধরনের ব্যবসা ও লেনদেনে যুক্ত থাকার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

মানবাধিকার ইস্যুতে সরব থাকার দাবি করলেও সমালোচকরা বলছেন, নারী নির্যাতন, ধর্ষণ কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো সংবেদনশীল বিষয়ে তাকে কখনো সরব হতে দেখা যায়নি। বরং মানবিক করিডরসহ নানা ইস্যুতে বিতর্কিত ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি—মানবাধিকারকে পুঁজি করে কেউ যেন ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে, সেদিকে নজর রাখা জরুরি। তাদের মতে, এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের ফলে প্রকৃত মানবাধিকার আন্দোলন ও সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

You may have missed