মাগুরা ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের চেস্টা, অভিভাবকদের ভেতরে আতঙ্ক

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
অপহরণ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শিশু শিক্ষার্থী প্রতিক কর। মাগুরা শালিখা উপজেলার শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থীকে অপহরণে চেস্টা করে অপহরণকারীরা । গতকাল শনিবার বিদ্যালয়ে যাওয়ার পথে কালো একটা মাইক্রো গাড়িতে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে।
ওই ছাত্র ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১১টায় স্কুলে আসার পথে শতখালী গ্রামের অরবিন্দু বিশ্বাসের বাড়ীর সামনে রাস্তায় কালো একটি মাইক্রো বাসে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় স্কুলের শিক্ষার্থী তার স্কুল ব্যাগ ও খাবারের বাটি ফেলে দৌড়ে বাড়ির দিকে চলে যায়।
পরে শিশুটির বাবা তাকে নিয়ে স্কুলে যান এবং বিষয়টি প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের জানান। এ ঘটনার জন্য শিক্ষার্থীরা অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামরুল ইসলাম বলেন, ঘটনা সত্য বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়ছে।
এবিষয়ে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া জানান, বিষয়টি জেনেছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিনকে বিষয়টি জানালে থানায় অভিযোগ দেয়ার কথা বলেন।