মহেশপুরে মানবপাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
সুইজারল্যাড এম্বাসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং রূপান্তরের আয়োজনে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মানবপাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২২ মে বৃহস্পতিবার বেলা ১২ টার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে মানব পাচার প্রতিরোধে একাধিক সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টরী প্রদর্শণ ও মানবপাচার প্রতিরোধে নানা তথ্য তুলে ধরা হয়। এছাড়াও শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিলো মানাবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসনে সচেতনতাই যথেষ্ট।এতে বিজয়ী হন পক্ষ দল।
বিতর্ক প্রতিযোগিতা
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতা শেষে প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন- আশ্বাস প্রকল্প ঝিনাইদহের প্রোগ্রাম অফিসার মো.আল মামুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস, মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীগণ সহ অন্যান্যরা।
পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শপথ বাক্য পাঠ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।