মরা মাছ তুলতে গিয়ে পানিতে তলিয়ে গেলেন গরু ব্যবসায়ী (আরিফ)

জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা, আবদুল্লাহ আল মামুন:-

‎চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে পানিতে ডুবে আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সেনেরহুদা গ্রামের কানাপুকুরে এ ঘটনা ঘটে। মৃত আরিফুল ইসলাম আরিফ জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার আইজেল আলীর একমাত্র ছেলে।সৌদি আরব থেকে দেশে ফিরে গরু ব্যবসায়ী পেশায় নিয়োজিত ছিলো সে।
‎স্থানীয়রা জানায়, আরিফুল ইসলাম আরিফ শুক্রবার দুপুরে বাড়ির পাশে কানাপুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তিনি পুকুরের মাঝখানে একটা বড়ো মরা মাছ ভেসে থাকতে দেখেন। এ সময় আরিফুল ইসলাম পুকুরের মাঝখানে মরা মাছটা আনতে গিয়ে পানির নিচে তলিয়ে যায়।ডুবে যাওয়ার ৩ ঘন্টা পর বিকেল সাড়ে ৩ টার দিকে জীবননগর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় পুকুরের তলদেশ থেকে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
‎জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।