ময়মনসিংহ জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময়ের সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার মহোদয়কে প্রধান অতিথি করে বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ সভাপতিত্বে আজ ২২শে মার্চ শনিবার তারেক স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।
তার বক্তব্যে অন্যান্য দিক নির্দেশনার পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে প্রাথমিকের একজন কোমলমতি শিশু তার বাবা-মায়ের পর সবচেয়ে নিরাপদ থাকার কথা তার শিক্ষকের কাছে। তাই যথাযথ দায়িত্ব পালনে শিক্ষকদের আন্তরিক অনুরোধ জানান।