ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১ / আহত ২ জন

রাফিদুল ইসলাম রাব্বি,

আজ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার  পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ মোড়ে ড্রাম ট্রাক এর সাথে অটোরিকশা সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ জন  নিহত /আহত আরো ২ জন,  ঘটনাটি ঘটে দুপুর ১২:০০ থেকে ১:০০ টার মধ্যে  আহত দেরকে পাঠানো গফরগাও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে   স্থানীয় রা জানায় নিহত ব্যাক্তি হলেন  টাংগাব ইউনিয়নের বামুনখালী বটতলা বাজারের বড় মুদির দোকান এর বিশিষ্ট ব্যবসায়ী  ইকবাল হোসেন

এ সময় এলাকার লোকজন ঐ ট্রাক  ড্রাইভার কে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে