মদনে শত বছরের পুরনো সরকারি হালট উদ্ধার, নির্মাণ হবে সড়ক
মো:লুৎফর রহমান হৃদয়, বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোণার মদন উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের মনোহরপুরে দীর্ঘ ৪০ বছর ধরে অবৈধভাবে দখলে থাকা শত বছরের পুরনো সরকারি হালট উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় স্থানীয় জনগণকে সাথে নিয়ে এই জায়গাটি উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এবং এলাকাবাসীকে সাথে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের উদ্যেগে উপজেলা ভূমি অফিস এই জায়গাটি উদ্ধার করে।
এছাড়াও জায়গাটি উন্মুক্ত করার পাশাপাশি এখানে একটি সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সড়কটি নির্মিত হলে হাওর এলাকার কৃষকরা তাদের কৃষি পণ্য সহজে পরিবহন করতে পারবেন। এ উদ্যোগ কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।