মদনে অবৈধ দখল উচ্ছেদ, পানি নিষ্কাশনের পথ পুনরুদ্ধার
মো: লুৎফুর রহমান হৃদয় বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ বিভাগ
নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে হাওরের পানি প্রবাহ নিশ্চিত করতে একটি ব্রিজ স্থাপন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে ব্রিজের সংলগ্ন রাস্তায় মাটি ফেলে অবৈধভাবে দখল করা হয়, যার ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এতে করে গ্রামবাসীর অসুবিধা শেষ ছিল না । গ্রামবাসী প্রাণের দাবি ছিল ঘটনা পানি নিষ্কাশনের পথ পুনরুদ্ধার করার।
রবিবার (১৫ ডিসেম্বর) মদন উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমানের উদ্যোগে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়েছে।
নবাগত কর্মকর্তার এই উদ্যেগকে স্বাগত জানিয়েছেন মাখনা গ্রামের সাধারণ মানুষ।
তিনি বলেন জনগণের সেবা করার জন্য আমি কাজ করে যাচ্ছি যতদিন মদন থাকবো আশা করি মদনবাসী সেবা করে যাব।