ভোলাহাটে স্টার মিডিয়া ইসলামী গান প্রতিযোগিতার স্টার ইথিকা সামিয়াকে পুরস্কার প্রদান

এম.এস.আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
অনলাইন ক্রাইম পোর্টাল “স্টার মিডিয়া”এর পক্ষ থেকে ইসলামী গান প্রতিযোগিতা ২০২১-২৩’র বহুল প্রতীক্ষিত প্রথম স্থান অধিকারকারী ইথিকা সামিয়াকে নগদ অর্থ , ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদাণ করা হয়েছে।
স্টার মিডিয়া অফিস বড়গাছী বাজারে মঙ্গলবার (১০ জুন ২০২৫) সন্ধ্যা ৬টায় ২০২১ সালে করোনাকালীন সময় অনলাইন প্লাটফর্মে চাঁপাইনবাবগঞ্জ জেলাব্যাপী আয়োজন করা হয়েছিল স্টার মিডিয়া ইসলামী গান প্রতিযোগিতার। নানা চড়ায়-উৎড়ায়ের কারণে কিছু সময় এর কার্যক্রম বন্ধ থাকায় আনুষ্ঠানিকতা করা হয়ে উঠেনি।
স্টার মিডিয়া এ প্রতিযোগিতার আগের কথা বলতে- ইসলামী গান প্রতিযোগিতার প্রথম রাউন্ডে শত শত প্রতিযোগী অংশগ্রহণ করে পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে ২৭ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়। ২৭ জন প্রতিযোগীকে স্টার মিডিয়ার পক্ষ থেকে সম্মাননা হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়। এই ২৭ জন প্রতিযোগীর মধ্যে বিভিন্ন পর্বের টানটান সুর ও মাধুর্যতার লড়াইয়ের মধ্য দিয়ে ৭জনকে সেভেন স্টার হিসেবে নির্বাচিত করা হয়।
সেভেন স্টার তথা তৃতীয় ধাপে ৭ জন বিজয়ীকে সম্মাননা ক্রেস্ট নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদাণ করা হয়। এরই ধারাবাহিকতায় স্টার মিডিয়ার ইসলামী গান প্রতিযোগিতার সর্বোচ্চ স্টার হিসেবে ও প্রথম বিজয়ী হয়ে উত্তীর্ণ হয় ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছির ইথিকা সামিয়া।
জানা যায়, ইসলামী গান প্রতিযোগিতার মধ্যে নগদ অর্থ ২০ হাজার টাকা সম্মানী হিসেবে পর্যায়ক্রমে প্রদাণ করা হয়েছে।
নগদ অর্থ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদাণকালে উপস্থিত ছিলেন, স্টার মিডিয়া কর্ণধার আসাদুজ্জামান বিশ্বাস ও স্টার মিডিয়া ইসলামী গান প্রতিযোগিতার তত্ত্বাবধানকারী মহানন্দা টাইমস সম্পাদক ও চ্যানেল আই (অনলাইন) সাংবাদিক মোঃ শাহিন আলম।
চ্যাম্পিয়ন প্রতিযোগীর অভিভাবক উপজেলা বিএনপি’র সহসভাপতি মোঃ কাওসারুল ইসলাম রঞ্জু বলেন, এ রকম প্রতিযোগিতা ছেলেমেয়েদের প্রতিভাকে জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । তাই এই প্রতিযোগিতাটির আমি গুরুত্বতা অপরিসীম মনে করি বলে তিনি মতামত ব্যক্ত করেন।
চ্যাম্পিয়ন প্রতিযোগী ইথিকা সামিয়া জানান , এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার পর থেকে আমার আত্মবিশ্বাস চরমভাবে বেড়ে গেছে। এর পরবর্তী প্রত্যেকটা প্রতিযোগিতায় আমি আলাদা একটা বিশ্বাস অনুভব করে নিজের প্রতি ও সেখান থেকে আমি ভালো করতে নিজের মধ্যে একটা উৎসাহবোধ পাই।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে স্টার মিডিয়ার “স্টার” পুরস্কার পেলো উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের ইথিকা সামিয়া, তার ছবি। পাশে- অতিথিদের কাছ থেকে পুরস্কার নিচ্ছে সামিয়া।