ভোলাহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা সোমবার বিকেল সাড়ে ৩টায় (৩০ জুন ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। সাথে ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশীদ, ভার্কের সহকারী পরিচালক (ঋণ) মোঃ আরিফুজ্জামান।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর বাস্তবায়নে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ভার্ক উপজেলা সমন্বয়কারী মোসাঃ হাজেরা বেগমের সার্বিক তত্বাবধানে ও মোঃ কাইফুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় ১১টি স্কুলের ছাত্রছাত্রী, ৯টি কিশোর ও ৯টি কিশোরী ক্লাব, ৯টি যুব ক্লাব, ৯টি প্রবীণ নারী ও ৯টি প্রবীণ পুরুষ উপস্থিত থেকে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ ও পুরষ্কার গ্রহণ করেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিগণ।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ, ভার্ক সমন্বয়কারী মোসাঃ হাজেরা বেগমসহ অন্যান্য অতিথি ও অভিভাবক-ছাত্রছাত্রী বৃন্দ। পাশে-পুরষ্কার বিতরণের দৃশ্য।