ভোলাহাটে প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাচ্চামারী ইলেভেন স্টার ক্লাব আয়োজিত প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা বৃহস্পতিবার বেলা আড়াইটায় বাচ্চামারী হাটখোলা মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল ফুটবল খেলায় দু’টি দল অংশগ্রহণ করবেন। দল দু’টির মধ্যে বাচ্চামারী ইলেভেন স্টার ক্লাব বনাম শিবগঞ্জ নামোটিকরী ফুটবল দল।
বাচ্চামারী ইলেভেন স্টার ক্লাব কর্তৃক আযোজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীযতাবাদী দল কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সাবেক সহঃ সাধারণ সম্পাদক সাবেক এমপি ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, ভোলাহাট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আখতারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মাহাতাব উদ্দিন, সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাঃ সফিকুল ইসলাম তোতা, পাঁচটিকরী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ এমদাদুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ৪নং জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, বীরেশ্বরপুর সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ সায়েরা খাতুন, ৩নং দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঠিকাদার মোঃ আলাউদ্দিন।
বাচ্চামারী ইলেভেন স্টার ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা মোঃ নাজমুল হুদা রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ক্লাব সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সহসভাপতি মোঃ মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, কার্য্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ওবায়দুল্লাহসহ এলাকার খেলামোদী সাদারণ জনগণ ও সুধীজনেরা।
খেলায় টানাটান উত্তেজনার মধ্যদিয়ে উভয়দল প্রথম ও দ্বিতীয়ার্ধের খেলায় ৫-৫ টি গোল দিলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ফেরও ৫টি ৫টি করে গোল দিতে গিয়ে বাচ্চামারী ইলেভেন স্টার ক্লাব ৫টি গোলের মধ্যে দু’টি গোল করে। ৩টি গোল মিশ করে।
অপরদিকে শিবগঞ্জ ফুটবল দল ৫টি গোলের মধ্যে ৪টি মিশ করে ১টি গোল করতে সক্ষম হয়। এতে ট্রাইব্রেকারে ২-১ গোলে বিজয়ী হয় বাচ্চামারী ইলেভেন স্টার ক্লাব।
বাচ্চামারী ইলেভেন স্টার ক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম খেলার ব্যাপারে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, খেলাধুলায় ছেলেরা মনোযোগী হলে বিশেষ করে “মাদক” আশক্তি থেকে দূরে থাকে এবং লেখাপড়ায় মনোনিবেষ করে ভবিষ্যতে প্রকৃত মানুষের মতো মানুষ হতে সহায়তা করে। সে সাথে লেখাপড়ার পাশাপাশি শারীরিক সুস্থতা বজায় থাকে। তিনি আরো বলেন, আমরা এ খেলাটিকে প্রতিবছর সকলের সহযোগিতা পেলে সামনের দিকে আরোসব অন্যমনোষকামী ছেলেদের খেলায় আগ্রহ সৃষ্টি করে দেশ ও দশের সার্বিক উন্নয়নের কাণ্ডারী করার আশাবাদ ব্যক্ত করছি ইনশা-আল্লাহ্।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে বাচ্চামারী ইলেভেন স্টার আয়োজিত প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দু’টি দলের মধ্যে বিজয়ীদল বাচ্চামারী ইলেভেন স্টার ক্লাবের খেলোয়াড়দের কাপহাতে তাদের আনন্দ-উল্লাসের দৃশ্য।