ভোলাহাটে খরিপ-২ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে মাশকলাই ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে খরিপ-২, ২০২৫-২৬ মৌসুমে মাসকলাই এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১১টায় কৃষি দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে ও সার্বিক তত্বাবধানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ সৈয়দ সাগর আলী, মোঃ আবুল কাশেম, মোঃ ওয়াহেদুল ইসলাম, মোঃ মাশিরুল ইসলামসহ অন্যান্য সুধীজনেরা।
উপজেলার ৫৫০ জন কৃষকদের মাঝে জনপ্রতি মাসকলাই বীজ ৫ কেজি, রাসায়নিক সার ডিওপি ১০ এমওপি ৫ কেজি সার অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান তুলে দেন।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বীজ ও সার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোঃ মনিরুজ্জামান।