ভোলাহাটে কৃষকদের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণের উদ্বোধন!

ভোলাহাট,(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে খরিফ-১, ২০২৪-২৫ মৌসুমে উপসী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি দপ্তরের সামনে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্য।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, আরডিও মোঃ সবুজ আলী, পল্লী বিদ্যুৎ ভোলাহাট জোনের ডিজিএম মোঃ ইব্রাহিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ উপস্থিত ছিলেন।

উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা উপ-সহকারী অফিসার সৈয়দ সাগর আলী, মোঃ আবুল কাশেম ও মোঃ মাশিরুল ইসলাম, ভোলাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম. এস. আই শরীফ, মোঃ রবিউল ইসলামসহ স্থানীয় সুধীজনেরা ও হাজারো কৃষকগণ উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী জানান, উপজেলার ২ হাজার কৃষকদের মাঝে প্রতিজনকে ধানবীজ-৫ কেজি, রাসায়নিক সার ডিওপি-১০ কেজি ও এমওপি-১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তিনি কৃষকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সরকারের দেয়া কৃষি প্রণোদনা হিসেবে এই ধানবীজ ও রাসায়নিক সার পেয়ে এর সঠিক ব্যবহার করবেন। কেউ যেনো বাড়ীতে নিয়ে বিক্রি না করে। কেউ বিক্রির ঘটনা জানলে সাথে সাথে তাকে দ্রুত অবিহিত করার আহবান জানান।

ধানবীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও নিশাত আনজুম অনন্যা উপস্থিত সকল কৃষকদের দিক নির্দেশনামূলক বক্তব্যে শেষে উল্লেখ করে বলেন, সরকারের দেয়া ধানবীজ ও সার প্রচুর পরিমানে দেয়া হচ্ছে। আর এর সঠিক ব্যবহারও স্থানীয় কৃষকগণের মাঝে থাকায় এ খবরটি প্রেস ও ইলেক্ট্রো মিডিয়ায় বেশী বেশী প্রচার করার আহবান জানান। যেনো এ খবর দেখে পরবর্তী মৌসুমে এ বরাদ্দ আরো বেশী পরিমানে দেয় বলে তিনি জানান।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করেন ইউএনও নিশাত আনজুম অনন্যা। পাশে-অন্যান্য উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।