ভোলাহাটে ঐতিহ্যবাহী বজরাটেক সবজা পাইলট  উচ্চ বিদ্যালয়ের প্রথম রিইউনিয়ন ২০২৫ অনুষ্ঠিত

ভোলাহাট ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান এসএসসি ব্যাচদের সমন্বয়ে ১ম রিইউনিয়ন অনুষ্ঠান বুধবার (২ এপ্রিল ২০২৫) সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়।

বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ ফরিজুদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইসিন গ্ৰুপের চেয়ারম্যান্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ দবিউর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, ভোলাহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রহমত আলী, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ নুরুদ্দিন, আয়োজক কমিটির উপদেষ্টা এভার-কেম ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আখতারুল ইসলাম বুলু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, আয়োজক কমিটির উপদেষ্টা আশিক আহমেদ বাপি, ডেপুটি কমিশনার অফ কাস্টমস জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা ও রিইউনিয়ন আহ্বায়ক মোঃ মিজানুর রহমান , প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রাইম কালার বিডি ও রিইউনিয়ন সদস্য সচিব মইনুদ্দিন আহম্মেদ
মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী।

প্রধান অতিথির বক্তব্যে ঐতিহ্যবাহী বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় গুণগতমান ও আদর্শ স্কুল হিসেবে গড়ে তোলার জন্য সকল শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীকে উদ্বুদ্ধ করে বলেন ৫ বছর পরপর রি ইউনিয়ন করার জন্য ও প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য যতটুকু সহযোগিতা লাগে তিনি দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

রিইউনিয়ন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ রেলওয়ের এ্যাসিষ্টেন্ট জেনারেল ম্যানেজার মেহেদী হাসান কমল।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ঐ সময়ের একমাত্র বিদ্যাপিঠ হিসেবে খ্যাত, বৃহত্তর বজরাটেক গ্রামের স্বনামধন্য দানবীর প্রয়াত সোলেমান আলী মিয়ার সহধর্মিণী প্রয়াত সবজা বিবির নামে এ শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। যা আজো “বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়” নামে বিরাজমান। সে মান্দাত্তা আমল থেকে অদ্যাবধি স্থানীয় সকল ছেলেমেয়েদের শিক্ষার মান সমুন্নত রাখতে বিদ্যালয়ের বর্তমান শিক্ষকমণ্ডলী তাদের আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

আলোচনা সভা অনুষ্ঠানের শেষে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিদের সম্মানে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। রিইউনিয়ন কমিটি জানান, বাংলাদেশের আনাচে- কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষার্থী গণ ও স্থানীয়দের সমন্বয়ে প্রায় ৪ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলো বলে জানান।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে ঐতিহ্যবাহী বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়েে ১ম রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ডাইসিন কেম লিঃ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান। পাশে- অন্যান্যদের খণ্ড খণ্ড চিত্র।