ভোলাহাটে উপজেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবীতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা বিএনপি আয়োজনে গত ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের কর্ণধার তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠনে কাজ করার প্রত্যয়ে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান বিকেল ৫টায় তাদের নিজস্ব কার্যালয়ে আব্দুল কুদ্দুস মার্কেটে শনিবার (৫ জুলাই ২০২৫) অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী সাবেক ছাত্রনেতা ৯০’র গণ-অভ্যুত্থানের সৈনিক, সাবেক ছাত্রনেতা ও সাবেক ভিপি-আহসানউল্লাহ্ হল বুয়েট ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ।
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সাবেক ভোলাহাট উপজেলা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ খিজির হায়াত মোল্লা, সাবেক মেম্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহেরের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাকিউর রহমান বারী এবং উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মী ও সাধারণ ধানের শীষের ভোটারগণ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) এমপি প্রার্থী সাবেক ভিপি-আহসানউল্লাহ্ হল বুয়েট ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ সততা ও দায়িত্বশীলতার সাথে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি তার জীবনের সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণদের উদ্দেশ্য করে আগামীদিনে ভোলাহাটের যাবতীয় উন্নয়নের চাবিকাঠি পেতে তাকে প্রতিনিধি করার সার্বিক সহযোগিতা কামনা করেন।
ছবিতেঃ ভোলাহাটে উপজেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবীতে লিফলেট বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইমদাদুল হক মাসুদ। পাশে-উপজেলা বিএনপির নেতাকর্মীগণ।