ভালোবাসি

মোঃ আবু সাইদ শওকত আলী
যদিও থাকো তুমি
অনেক দূরে,
ভালবাসি তোমাকে
জানে সকলে।
যদিও আসো তুমি
আমার আমার ঘরে,
আসিবেই তুমি ঠিক
রমণীর বেসে।
স্বপ্নের সাথে
করি কত হাসী খেলা,
তোমাকে কাছে পাবো
মোর কত আশা।
খেলার সাথিদের সাথে
চলি যখনই,
তোমারই কথা
মনে পড়ে তখন- ই।
সহসা পাবো না
এটা আমি জানি-
তবুও তুমি , আমার হবে
শুধু আমি জানি।