ভন্ড কবিরাজের ফাঁদে সর্বস্বান্ত অর্ধশত মানুষ’লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

সুমন আহমেদ দোয়ারা বাজার সুনামগঞ্জ

দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের কুনি’মুরা বাজারে এলাকার বাসিন্দা ভন্ড কবিরাজ বাবুল চিশতী নামের এই ব্যাক্তি মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
যে কাজের কথা বলে বিজ্ঞাপন ফেসবুকের মধ্যে দিয়ে থাকে যেমন
গোপন রোগের চিকিৎসা, দাম্পত্য সংকট, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা- এমন বহু সমস্যা সমাধানের জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া হতো। আগ্রহী কেউ ফাঁদে পা দিলে ভুয়া তাবিজ-কবচ দিয়ে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালংকার। এভাবে প্রতারণার মাধ্যমে অর্ধশতাধিক মানুষকে সর্বস্বান্ত করেছে ভুয়া কবিরাজ বাবুল চিশতী। যে বলে ৭২ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। কাজের জন্য আগে নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট করতে হয়। পরবর্তীতে দেখা যায় এক সপ্তাহের উপরেও কাজ হয় না, টাকা ফেরত কথা বললে নানান ধরনের হুমকি দিয়ে থাকে’

তান্ত্রিক কবিরাজ বাবুল চিশতী আহমেদ নামে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট আছে। এসব অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন পোস্ট দেওয়া হতো। তার অনুসারী জনের একটি দল আছে। তারা পোস্টগুলো ফেসবুকে ছড়িয়ে দিত।

বাবুল চিশতী টার্গেট করতো যুবক ছেলে-মেয়েদেরকে।

আগ্রহী কেউ যোগাযোগ করলেই পড়তেন প্রতারণার ফাঁদে। কবিরাজের সঙ্গে থাকা ব্যক্তিরা স্কুলপড়ূয়া মেয়েদের গোপন সমস্যা সমাধানের জন্য কবিরাজি চিকিৎসা ও তাবিজ নিতে প্রলুব্ধ করত। তাদের প্রলোভনে পড়ে ভুক্তভোগীরা জমানো টাকা ও অলংকারসহ মূল্যবান সম্পদ দিয়ে দিত।
যুবক কিছু নারী ও পুরুষের সঙ্গে বিভিন্ন অ্যাপের মাধ্যমে চ্যাটিং ও ভয়েস কলে সম্পর্ক গড়ে তুলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিত।

তাঁদের কাজ, ফেসবুকের পোস্টগুলো বারবার শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং আগ্রহী ব্যক্তিদের প্রতারণার শিকার বানিয়ে মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া।

তিনি (ওয়াস কুরুনী) ও সহযোগীরা মিলে নির্দিষ্ট বিকাশ নম্বরে অর্থ লেনদেন এবং কুরিয়ার সার্ভিসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগীদের কাছ থেকে স্বর্ণালংকার আদায় করেন।
ভুক্তভোগ ঢাকা নেত্রকোনা থেকে আমাকে জানিয়েছে।

নাম মোছাঃ অনিকা বেগম অনিকা বলে আমার কাছ থেকে ৪০ হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছে সে বলে ৭২ ঘন্টা মধ্যে আপনার কাজ হয়ে যাবে। আমি বললাম কিসের জন্য টাকা দিয়েছিলেন’ অনিকা বলে আমি একজন অসহায় গরিব মেয়ে আমার বাবা নেই শুধু মা আছে আমার বয়েস ২৫ বছর হয়ে গেছে এখনো বিবাহ হচ্ছে না, আবেগের বসে আমি অনাকে কল দেই দেওয়া পরে বলে আপনার কাজ ১০০% হবে আপনি ৪ হাজার টাকা দিতে হবে, মেয়ে অনিকা বলে আইচ্ছা আমি দেব টাকা কত দিনের মধ্যে আমার কাজ হবে কবিরাজ বলে ৭২ ঘন্টা’র মধ্যে আপনার বিবাহ’র কথা আসবে, এখনো পর্যন্ত প্রায় ৭ দিন হয়ে গেল আমার এখনো বিবাহের কথা আসে নাই, এবং কবিরাজ বলছে যদি ৭২ ঘন্টার মধ্যে বিবাহের আলাপ না আসে টাকা ফেরত পাবেন কিন্তু এখনো বিবাহের আলাপ আসে নাই,

আমার এত কষ্টের জমানো টাকা আমি দিয়েছি এখনো পর্যন্ত আমার টাকা ও দিছে না এবং এখন আমি কল দিলে আমার কল রিসিভ করে না আমাকে ব্লক করে দিয়েছে,

আমি দেশবাসীর কাছে এরকম ভন্ড কবিরাজের ফাঁদে পড়ে আর কেউর জীবন নষ্ট করবেন না। আমি চাই এরকম ভন্ড কবিরাজ’কে যেন আইনের আওতায় এনে কঠুর শাস্তির দাবি জানাচ্ছি!