ব্রাহ্মণবাড়িয়া সদর নয়নপুর এলাকা রাস্তার বেহাল দশা, এলাকাবাসীর দাবি গত দশ বছর ধরে নেই কোন সংস্কার

IMG-20250713-WA0023

আরেফিন কলি
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

দীর্ঘ ও লম্বা সময় ধরে সংস্কার না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পৌরসভা পুনিয়াউট মোড় থেকে উলচাপাড়া ব্রীজ পর্যন্ত রাস্তার বেহাল দশা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে নয়নপুর, উলচাপাড়া, বিজেশ্বর, মোহাম্মদপুর ও রহিমপুর গ্রামের হাজার হাজার মানুষ।

প্রধান হাইওয়ে সড়ক সংলগ্ন পুনিয়াউট – নয়নপুর চৌরাস্তা হতে উলচাপাড়া ব্রীজ পর্যন্ত এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং অত্র এলাকার স্থানীয় বাসিন্দাদের শহরে চলাচল ও যাতায়াতের একমাত্র রাস্তা। কিন্তু বর্তমানে এটি যানবাহন চলাচলে বিপদজনক হয়ে দারিয়েছে।

রাস্তার এই দূরাবস্থার কারণে এদিকে যেমন অসহনীয় যানযটের সৃষ্টি হচ্ছে তেমনি প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তারপরও ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে অটো, রিক্সা, সিএনজি, মোটরসাইকেল ও ভ্যান চলাচল করছে।

স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়িক, অসুস্থ রোগী, স্কুল – কলেজ শিক্ষার্থী, পথচারী ও গাড়ি চালক সহ সকল ব্যক্তিবর্গরা জানান বিগত দশ- বার বছর ধরে এই রাস্তার কোন সংস্কার করা হয় না । গত দশ বছর ধরে টেন্ডার হচ্ছে শুধু শুনেই যাচ্ছি কিন্তু সংস্কারের দেখা মেলে না।

তাছাড়া অতিরিক্ত বোঝায় করা বাড়ি যানবাহন ( যেমন – ট্রাক) চলাচলে রাস্তাটির বিভিন্ন অংশে ইট, মাটি ও পিজ সরে গিয়ে ছোট- বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। ফলে অল্প বৃষ্টি হলেই রাস্তাগুলো ডুবে কাঁদা হয়ে যায় এবং চলাচলে বাধা সৃষ্টি হয়। এদিকে মুমূর্ষু রোগী ও স্কুল শিক্ষার্থীদের জন্য এই রাস্তা যেন মরণফাঁদ হয়ে দাড়িয়েছে। এলাকার স্থানীয় লোকজনের দাবি রাস্তার এমন অবস্থার জন্য প্রতি ঘরেই ঠান্ডা, শর্দি, কাশি ও শ্বাসকষ্টের মত আরও নানান রোগে আক্রান্ত। সুতরাং এর দায়ভার কি সরকার নিবে?

এছাড়া বর্ষাকালে চরম দূর্ভোগে পোহাতে হয় স্থানীয়দের। এলাকার স্থানীয় বড় বড় বালু ও পাথর ব্যবসায়ী এবং ফোরলেন কাজের বড় বড় মালবাহী ট্রাক, নিম্নমানের পণ্য দিয়ে রাস্তা সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা, বাজেটের যথাযথ অর্থ ব্যয় না করা ও চালকদের অসাবধানতা এই রাস্তা বেহাল দশার অন্যতম কারণ। তাই এলাকার অধিকসংখ্যক লোকজনের দাবি, হয় বালু ব্যবসায়িকদের ব্যবসা বন্ধ করার ব্যবস্থা করা হোক অথবা রাস্তাটি এমনভাবে সংস্কার করা হোক যেন বালু ও পাথর ট্রাকসহ সকলেই যাতায়াত করতে পারে এবং সাধারণ মানুষ দূর্ভোগ থেকে মুক্তি পেতে পারে।

সময় টিভি, পথিক টিভি সহ আরও অনেক খবর ও পত্রিকায় অসংখ্যবার প্রতিবেদন করা সত্ত্বেও কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না সরকারি মন্ত্রণালয় থেকে। তাই ভুক্তভোগী স্কুল কলেজ শিক্ষার্থী, ব্যবসায়ী , পথচারী ও স্থানীয় বাসিন্দা সহ সকলেই এই রাস্তা দ্রুত সংস্কারের জন্য সড়ক ও মহাসড়ক বিভাগের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন ।

You may have missed