ব্রাহ্মণবাড়িয়ায় ময়না হত্যার বিচারে ফাঁসির দাবিতে মানববন্ধন

মোঃ জানে আলম রনি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নাকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় জনতা, শিক্ষার্থীরা ও বিভিন্ন সামাজিক সংগঠন।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে ‘বিশ্বরোড ছাত্র ঐক্য, সদর, ব্রাহ্মণবাড়িয়া’ ও সরাইল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হলেও মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “নিরীহ শিশু ময়নাকে যেভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তা পৈশাচিক ও হৃদয়বিদারক। তিন দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো প্রকৃত হত্যাকারীদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি। আমরা দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাই।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত বিচার না হয়, তাহলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন: রেজোয়ান বাদশা, শান্তা, বিজয়, জাকিয়া আক্তার তিশা, জান্নাত, নাদিম, আবু সুফিয়ান, আবু বক্কর সানি, শিবলি সাদিক, জামাল, ইমরান হাসান জুনিয়র, মোফাজ্জল ইসলাম, রোহান, অন্তর, রাসেল প্রমুখ।
প্রসঙ্গত, গত ৬ জুলাই (রবিবার) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে রক্তাক্ত অবস্থায় শিশু ময়নাকে উদ্ধার করে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এলাকাবাসীর দাবি, ময়নাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা