বৈশাখী সংগীত একাডেমি” নরসিংদী এর অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

গত ৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার “বৈশাখী সংগীত একাডেমি”র মিলনায়তনে ৩টি পর্বে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রথম পর্ব (সকাল বেলার গ্রুপ) সকাল ১১টায় শুরু হয়, এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সংগীত ও সাংস্কৃতিক বিষয়ক বই বিতরণ করেন জাতীয় দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকার সম্মানিত বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ তালাত মাহমুদ । ও জাতীয় দৈনিক বাংলা প্রতিদিন পত্রিকার সম্মানিত “সম্পাদক ও প্রকাশক” ডাক্তার এম এ সাকিব খন্দকার। তবলায় সহযোগিতা করেন বাবু বীরেন্দ্র চন্দ্র দাস।

দ্বিতীয় পর্ব ( বিকাল বেলার গ্রুপ) বিকাল ৩টায় শুরু হয়, এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সংগীত ও সাংস্কৃতিক বিষয়ক বই বিতরণ করেন “পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়” নরসিংদী এর সম্মানিত প্রধান শিক্ষক বাবু পরিতোষ চন্দ্র দাস ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত তবলা বাদক শ্রদ্ধেয় অভিজিৎ পোদ্দার টিপু।

তৃতীয় পর্ব ( সন্ধ্যা বেলার গ্রুপ) সন্ধ্যা ৬টায় শুরু হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সংগীত ও সাংস্কৃতিক বিষয়ক বই বিতরণ করেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ আসাদুজ্জামান ও বৈশাখী সংগীত একাডেমীর সম্মানিত তবলা প্রশিক্ষক বাবু নরোত্তম দাস।

সকাল বেলার গ্রুপে ভালো ফলাফল করেঃ– (১) কাঙ্কিতা প্রজ্ঞা রায় (২) স্মৃতি (৩) স্বচ্ছ (৪) অভি (৫) পিয়ুষ ঘোষ (৬)
অরিজিৎ (৭) নওমী সূত্রধর (৮) মন্দিরা (৯) খেয়া (১০) আদ্রিতা (১১) সুদেষ্ণা দাস (১২) মরিয়ম (১৩) আরহা ।

বিকাল বেলার গ্রুপে ভালো ফলাফল করেঃ—(১) পড়শী (২) মৌন (৩) অনিন্দিতা (৪) অর্নিকা সরকার বিন্দু (৫) নিরুপমা ভৌমিক (৬) নবনীতা দাস (৭) রাজশ্রী আচার্য (৮) পৃথা সিংহ (৯) আরাধ্য (১০) ঝুমু দাস (১১) আলিশা ওমর (১২) দীপিকা সাহা (১৩) প্রতি (১৪) পিও

বৈশাখী সংগীত একাডেমি, নরসিংদী এর অর্ধ বার্ষিক পরীক্ষা ২০২৪ এ Top-10 শিল্পীবৃন্দ——-

(১) মৌরিন শিকদার লাবণ্য
(২) অনুপমা ভৌমিক রিভন্তি
(৩) প্রিয়ন্তী দাস সূচি
(৪) প্রজ্ঞা সাহা তরী
(৫) অপরাজিতা ঘোষ
(৬) সুদীপ্তা সাহা হিয়া
(৭) আপন কুমার বিশ্বাস
(৮) রত্না রানী সরকার
(৯) সুস্মিতা সরকার হিতৈষী
(১০) মানহা বিনতে ইয়াশা