বেলকুচিতে আম পারতে গিয়ে গাছ থেকে পরেগিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি থানায় কর্তব্যরত শাজাহান আলী (৫৪) নামে এক পুলিশ কনস্টেবল গাছ থেকে আম পারতে গিয়ে গাছ থেকে পরেগিয়ে মৃত্যু বরণ করেছে।
মৃত পুলিশ কনস্টেবল পাবনা জেলার বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়ন দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার হোসেন এর ছেলে।
জানা যায়, আজ বুধবার ২রা জুলাই সকাল ১০টার দিকে বেলকুচি থানা বাউন্ডারির ভীতরে
আম গাছে উঠে আমপারার সময়
পা পসকে আম গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হইলে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রিপার্ড করে, পরে বেলকুচি থানা পুলিশ শহীদএম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে ০৪ তলা অর্থপেডিক ওয়ার্ড ২০ নং রুমে মৃত্যু বরণ করে পুলিশ কনস্টেবল শাজাহান আলী।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন এর নিকট জানতে চাইলে তিনি জানান, আজ সকালে থানার ভিতরে গাছ থেকে আম পারতে গিয়ে পা ফসকে পরেগিয়ে গুরুতর আহত হয়, তার চিকিৎসার জন্য বেলকুচি সদর হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার অবস্থার অবনতি দেখে তাকে রেফার করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আলট্রা ইসিজি ও তার শরিরে রক্ত দেওয়া সহ বিভিন্ন বিষয়য় চিকিৎসা প্রদান করা হয়, পরে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।