বেরোবিতে শিক্ষক সংকটে ক্লাস নিচ্ছেন উপাচার্যমহাদয়,

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় চীপ।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক সংকটে থাকায় ক্লাস নিতে শুরু করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

বুধবার (১৩ নভেম্বর) সরেজমিনে গিয়ে সাংবাদিকরা দেখেন যে, সকালে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নবীন শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন তিনি। শিক্ষার্থীদের ক্লাস শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ শুরু করেন।

গণিত বিভাগে নবীন শিক্ষার্থীরা জানান, গত ৪ নভেম্বর থেকে উপাচার্য তাদের ক্লাস নিচ্ছেন। তিনি প্রতিদিন সকাল ৯ টায় ক্লাস নেন। শিক্ষার্থীরা বলছেন, আমাদের খুবই সৌভাগ্য যে আমরা এসেই প্রথম ক্লাস টা ভিসি স্যারের পেয়েছি। স্যার খুবই ভালো ক্লাস নেন। ক্লাসে মনেই হয় না যে ভিসি স্যার ক্লাস নিচ্ছেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট প্রকট। এইদিকে আবু সাঈদ হত্যাকাণ্ডের জড়িত দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সেখানে গণিত বিভাগের মশিউর রহমান নামে একজন আছেন । শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয় সে জায়গায় থেকে ক্লাস নিচ্ছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ ক্লাস নেওয়ার ঘোষণা এসেছে। সেখানে আমরা কেনো পারব না। তাদের তুলনায় তো আমাদের শিক্ষক সংকট প্রকট। আমরা প্রয়োজনে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকেও ক্লাস নেওয়ার ব্যবস্থা করব।

বিষয়টিকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মানে সার্বজনীন চিন্তা ও আইন প্রখর বিদ্রূপাত্মক হয়ে রবে।