বেপরোয়া যান চলাচল ও অদক্ষ চালক রাজ পথ যেনো লাশের কারখানা

ইটভাঙা ট্রলি ও যাত্রীবাহী
বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজন আহত পাঁচ।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।
বি বি সি নিউজ ২৪,

রংপুর মিঠাপুকুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষ দুইজনের নিশ্চিত মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন শনিবার (২১ সেপ্টেম্বর)দিবাগত রাত ৮টার দিকে উপজেলার শঠিবাড়ি এলাকার ড্রিম পেট্রোল পাম্প-সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাজী জায়গীরপাড়ার সেলিম মিয়া (৩০) ও হাশেম মিয়া (৩৮)। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস শঠিবাড়ি ড্রিম পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও পাঁচজন।
দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রলিটি বড়দরগা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
বড়দরগা হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে সড়ক আইনে মামলা করা হয়েছে। কিন্তু সাধারণ জনগন ও সচেতন মহলের প্রশ্ন এই ইট বহনকারী বা ইট ভাংগার গাড়ি গুলো হাইওয়ে রোড বা পৌর রোডে চলে কোন আইনের আওতায়?
নাকি ট্রাফিক পুলিশ দের হাপ্তা বা মাসিক বিশেষ কোনও আইনে। সরকারের দৃষ্টি আকর্ষণ করা হইলো।
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।