বীরগঞ্জে সংখ্যালঘুদের প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচি
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বাড়িঘরে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, নির্যাতন ও নিরাপত্তার প্রতিবাদে সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট শনিবার বিকাল সাড়ে ৩ টায় বীরগঞ্জের (ঢাকা-পঞ্চগড়) মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে বীরগঞ্জ সম্মিলিত সংখ্যালঘু ছাত্র জনতার আয়োজনে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। সম্মিলিত সংখ্যালঘু ছাত্র জনতার সদস্য বিপুল চন্দ্র এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায়। বক্তারা বলেন, বিভিন্ন স্থানে মন্দির, বাড়ীঘর ভাংচুর ও হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবী এবং নির্যাতন নিপীড়ন করেছে, তাদের শাস্তির দাবি জানান।
আরও বলেন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘুদের সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রনয়ণ ও বাস্তবায়ন, সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করাসহ ৪ দফা দাবি তুলে ধরা হয়।