বীরগঞ্জে আয়হীন অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন বিএসএসকেপি।

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
এক সাথে চলবো, সুন্দর সমাজ গড়বো এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP) এর উদ্যোগে এক অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
৪ এপ্রিল (শুক্রবার) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে একটি অসহায় আমজাদ হোসেন (৬৬) পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চাল – ২৫ কেজি, আলু – ৮ কেজি, তেল – ২ কেজি, ডাল – অর্থ২ কেজি, লবণ – ২ কেজি, ডাল – ১ কেজি, ডিম ৩০ পিছ সহ অন্যান্য যাবতীয় সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (বিএসএসকেপি) এর কেন্দ্রীয় আহব্বায়ক মোঃ ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক মোঃ আফিফ হোসেন, সদস্য সচিব নাসিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার সদস্য মোঃ রাকিব ইসলাম সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখিত পরিবার আমজাদ হোসেনের বাসা বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নে ঢুলোট গ্রাম। তিনি একজন স্টোর্কের রোগী, কাজ করে সংসার চালাতে অক্ষম, মানুষের সহযোগিতায় চলছে ৫ সদস্যের পরিবার। আমজাদ হোসেন (স্বামী) ও তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ ফালানীর তিনটি সন্তান আছে, যাদের বয়স ২, ৬ ও ৮ বছর।
এসময় সংগঠনের আহ্বায়ক বলেন, আমরা সমাজের অবহেলিত, অসহায় পরিবারের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। আরোও বলেন স্বেচ্ছাসেবী সংগঠন বিএসএসকেপি শিক্ষা সহায়তা, দেশের পরিবেশ রক্ষা সহ মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করছে। এছাড়াও সংগঠনের যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব পরিবারটির পাশে থাকবে বলে আশ্সবাস দেন ও সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার জন্য বৃত্তবানদের আহব্বান করেন।