বিশ্বনবী হযরত মুহাম্মদ(সাঃ) নিয়ে কটূক্তি করায় মুসল্লীদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

মু.হায়দার আলী,নাটোর জেলা প্রতিনিধি।

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে এক বিক্ষোভ মিছিল বের করে মুসল্লীরা । হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে বিভিন্ন স্লোগানে স্লোগানে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনপাড়া বাইপাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- বনপাড়া কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহমান, বনপাড়া নতুন বাজার মসজিদের খতিব মাওলানা বনি ইয়ামিন, কালিকাপুর ফজলিতলা মসজিদের ইমাম মাওলানা তহিবুর রহমান, বনপাড়া পৌর(বিএনপি)স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদুল হাসান মেমন।

বক্তারা বলেন, মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা।

পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা.)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।