বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় চীপের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা

মোঃ আহমদুল হাসান লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম এর সাংগঠনিক সম্পাদক,
জেলা প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক,
বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় চীপ, দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতি নিধি,
স্টাফ রিপোর্টার
ঢাকা বুলেটিন নিউজ,
সম্পাদক লালমনিরহাট ক্রাইম নিউজ,
মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালীর নামে হয়রানি মূলক মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় মরিয়া বিএনপি নেতা আফজাল হোসেন,

আজ বৃহস্পতিবার ২,১,২০২৫ লালমনিরহাট জেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক, আফজাল হোসেন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন
এ মামলায় ৬৯ জনের নাম দেন তিনি সে খানে ৩৫ নাম্বারে সাংবাদিক নেতা,বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় চীপ মুহাম্মদ বাঁধন ঢালীর নাম দেখা যায় যা অত্যান্ত লজ্জা জনক ও নেক কার বিষয়, এ বিষয়ে,মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালীর সাথে কথা বললে তিনি জানান যে এটি সম্পুর্ন মিথ্যা ও হয়রানি মূলক মামলা আমি বিগত সময় আওয়ামী লীগ শাসন আমলের বৈষম্যতা কে তুলে ধরার চেষ্টা করেছি যা বিগত ৬,৭,মাসের আমার নিউজ গুলোই সাক্ষ্য দেয়,
এ মামলা আমাকে হয়রানি করার জন্য,এ মামলার সাথে আমার শতভাগ কোনও সংপৃক্ততা নাই। আমি সাংবাদিক আমি নিউজ কভারেজ করতে সর্বত্রই যা-ই কিন্তু কোনও অফিস ভাংচুর করতে কখনোই যাইনি।
আমি ন্যায়ের পক্ষে সর্বদাই কথা বলেছি বলবো,
তাই আমার অকুল আবেদন বিবিসি নিউজ ২৪ এর সম্পাদক, আমার আমাদের অভিভাবক ডাঃ মুহাম্মদ কাজী সোহেল রানা ভাই বিষয় টি সুষ্ঠু নিরপেক্ষ ভাবে বিশ্লেষণ করবেন।

অবিলম্বে,
এ মামলা থেকে মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালীর নাম স সম্মানের শহীদ বাদ দিয়ে পুর্নরায় মামলা রুজু করার জন্য লালমনিরহাট জেলা সাংবাদিক মহল দোর দাবি জানান। মোঃ আহমদুল হাসান।
বিবিসি নিউজ ২৪,
লালমনিরহাট জেলা প্রতিনিধি।