বিদ্যুৎ চন্দ্র বর্মন – সাহসী কলমের যোদ্ধা, ‘BBC News 24’ এর বিশেষ সংবাদদাতা

নিজস্ব প্রতিবেদক,

গণমাধ্যম একটি জাতির দর্পণ। আর সেই দর্পণের অন্যতম সাহসী প্রতিচ্ছবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিদ্যুৎ চন্দ্র বর্মন, যিনি দেশের প্রতিটি অঞ্চলে সাংবাদিকতার মাধ্যমে সত্য উদঘাটনে নিরলস কাজ করে চলেছেন। সম্প্রতি BBC News 24 এর পক্ষ থেকে তাকে “Special Correspondent – All Bangladesh” হিসেবে মনোনীত করা হয়েছে। তার আইডি নম্বর BN.K-00104, যা কর্তৃপক্ষ কর্তৃক বৈধ ও অনুমোদিত।

বিদ্যুৎ চন্দ্র বর্মন শুধু সংবাদ সংগ্রহ বা প্রতিবেদন তৈরি করেই থেমে থাকেননি, বরং সমাজের অসংগতি, দুর্নীতি, অনিয়ম, মানবাধিকার লঙ্ঘনসহ নানা ইস্যুতে প্রতিবাদী কণ্ঠ হিসেবে কাজ করছেন নির্ভয়ে। তার সাহসী লেখনী ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন দেশের গণমাধ্যম অঙ্গনে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।

প্রেস আইডি কার্ডে দেখা যায়, তার রক্তের গ্রুপ: O+, যা যেকোনো জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ তথ্য। BBC News 24 কর্তৃপক্ষ তার কাজে সন্তুষ্ট হয়ে আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দিয়েছে, যার সাক্ষ্য বহন করছে তার প্রাপ্ত পরিচয়পত্র এবং সেখানে থাকা অনুমোদিত স্বাক্ষর।

BBC News 24 কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন,
বিদ্যুৎ চন্দ্র বর্মন একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল সংবাদকর্মী। তার সততা ও একাগ্রতার জন্য তাকে বাংলাদেশজুড়ে বিশেষ সংবাদদাতা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।”

বর্তমান সময়ে যেখানে গণমাধ্যম নানা চাপে ও চ্যালেঞ্জে জর্জরিত, সেখানে একজন সাংবাদিক হিসেবে বিদ্যুৎ চন্দ্র বর্মনের নিরলস প্রয়াস নিঃসন্দেহে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।