বিজয় দিবসের বিজয় মাসের সারা আনোয়ারা সংগঠনটি সদস্যরা সকলে এক একটি ও পরিবার বিজয়ী আমেজ
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ আহমদ রেজা
বিজয়ে মাসে ও থেমে নেই তাদের মানবিক কাজের পথ চলা।তাদের মানবতা সংগঠনে ঐক্যবদ্ধ হয়ে সকলে সহযোগিতায় মানবিক কাজ গুলো করেন সারা আনোয়ারা সংগঠনটি। এ সংগঠনের সকল সদস্যরা এক এক জন এ পরিবারে সদস্য।যেখানে দারিদ্র্য, দুর্দশা, দূর্ঘটনা সহ সকলে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নে কাজে অবদান রাছেন সারা আনোয়ারা।
সারা আনোয়ারা সংগঠনকে কেন পরিবার বলা হয়?
১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারা আনোয়ারার বিভিন্ন কর্মসূচি গুলোর মধ্যেই সারা আনোয়ারার সদস্যদের ঘরে ঘরে চলেছে ঈদের আমেজ।
কারো ঘরে সকালের নাস্তা, কারো ঘরে দুপুরের খাবার , কারো ঘরে সন্ধ্যার নাস্তা , কারো ঘরে রাতের খাবার।
এভাবে যখন সারা আনোয়ারার প্রোগ্রাম গুলো হয় তখন প্রতি সদস্যরা এক অন্য রকম আনন্দ উচ্ছ্বাস অনুভব করে যা সংগঠনের সদস্যদের মধ্যে বন্ডিং এর জন্য অত্যাবশ্যক।
আর তাই –
সংগঠন হয়েছে পরিবার – সারা আনোয়ারা।শুধু তাই নয় তাদের সাথে জড়িয়ে আছে। চট্টগ্রাম দক্ষিণ জেলার আনোয়ারা উপজেলার আরো অন্যান্য সংগঠন তাদের সাথে কাজ করে চলছে। নতুন প্রজন্ম গড়া অঙ্গিকার যাদের কেউ নেই।তাদের পাশে রয়েছে মানবতার ফেরিওয়ালা হিসেবে সংগঠন গুলো। দূর্যোগকালিন সময়ে সারা সহ আরো সংগঠন সহায়তার কাজে এগিয়ে আসে। রক্ত সংগঠন,যেমন উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপ,আসহায়ের আস্থা ফাউন্ডেশন বন্ধন ক্লাব সহ অনেক সংস্থা মানবতার কাজে সেচ্ছাসেবী এবং সেচ্ছায় কাজ করে যাচ্ছেন। সাধারণ মেধাবী শিক্ষার্থীরা এসব সংগঠনের কাজ করছেন অসহায় কিছু সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা। তাদের পাশের সহযোগিতার হাত বাড়িয়ে মানবিক সহায়তার এগিয়ে যাচ্ছে সারা আনোয়ারা।