বিএনপি’র কেন্দ্রীয় বর্ধিত সভায়-জেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী

মোহাম্মদ সালাহ উদ্দিন, বিশেষ রিপোর্টারঃ

২৭ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় জাতীয় সংসদ ভবনের এলডি হল মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-
বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর, বিভাগ, জেলা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়ক ও সদস্য সচিবসহ প্রায় ৪ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত বর্ধিত সভা সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান সহ আটপাড়া, মদন, মোহনগন্জ, খালিয়াজুড়িসহ অন্যান্য উপজেলার নেতারা ও উপস্থিত ছিলেন।
এছাড়াও ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া ব্যাক্তি এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন- (কেন্দুয়া- আটপাড়া) আসনের বিএনপির নমিনি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

হিলালী বলেন – আওয়ামী লীগের শাসনামলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নেত্রকোনা জেলার ১০টি উপজেলা থেকে বিএনপির ১৫ জন নেতা কর্মী নিহত এবং জামায়াতে ইসলামী’র ২জন কর্মী নিহত হয়ে মোট ১৭ জন নিহত হয়েছেন।
আওয়ামী দুঃশাসন আমলে আমার বিরুদ্ধে ৫৬টি মামলা হয়েছে।
বিএনপির মনোনয়নের বিষয়ে তিনি বলেন- যাঁরা ১৭বছর হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের নিয়ে মাঠে ছিলেন, যারা কারাগারে কারাবাস সহ বিভিন্ন ধরনের হামলার শিকার হয়েছেন তাদেরকে চিহ্নিত করে মনোনয়ন দিলে দলের জন্য মঙ্গল বয়ে আনবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বর্ধিত সভায় যুক্তরাজ্যে থেকে ভার্চুয়ালি যুক্ত হন বর্ধিত সভার সভাপতি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তৃণমূল নেতাদের বক্তব্য শুনেন এবং নতুন বার্তা দেন।