বালিয়াডাঙ্গীতে শতাধিক মানুষের চরিত্র হরণকারী প্রতারক চক্রের মূলহোতা আটক
মোঃ সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শতাধিক মানুষের চরিত্র হরণকারী প্রতারক চক্রের মূলহোতা আবু শাহিন (৩৫) নামের এক যুবককে স্থানীয় জনতার নিকট ধৃত হয়েছে। পরে স্থানীয় জনতা বালিয়াডাঙ্গী থানা পুলিশের নিকট সোপর্দ করে। পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের বড়গছিয়া গ্রামের শহীদের ছেলে আবু শাহীন (৩৮)। গত শনিবার বিকালে একই ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে মানিক কে ব্লাক মেইলের পর টাকা আনতে গিয়ে স্থানীয় লোকজন শাহিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
বাদামবাড়ী হাট থেকে পুলিশ তাকে আটক করেছে। ব্লাক মেইলের পর টাকা আনতে গিয়ে ধরা প। সব সময় তার টার্গেট সমাজের সম্মানী ব্যাক্তি কিংবা হুজুর টাইপের মানুষ।
তার ব্লাক মেইলের ধরণ বা কৌশল সম্পূর্ণ ভিন্ন।প্রথমে ফেসবুক আইডি কিংবা ম্যাসেঞ্জারে সুন্দরী মেয়ের ছবিসহ ফেণ্ড রিকুয়েস্ট পাঠানো। তার পর কথোপোকথন। ধীরে ধীরে গভীরতায় নিয়ে যাওয়া এবং ম্যাসেঞ্জারে যৌনাচারে উত্তেজিত করে বিবস্ত্র করা। এর পরই শুরু হয় ব্লাক মেইল। সম্মান বাঁচাতে গুনতে হতো লক্ষ লক্ষ টাকা।
সে সব সময় টার্গেট করতো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মাদরাসা, স্কুল, কলেজের শিক্ষক কিংবা মসজিদ মাদরাসার হুজুরদের।
কয়েক মাস আগেও বড়পলাশবাড়ী ইউনিয়নের এক হুজুরকে ব্লাক মেইল করলে সে স্থানীয় সাংবাদিকদের সাহায্যে নিয়ে থানা পুলিশের মাধ্যমে রক্ষা পায়। সে সময় তার দাম্ভিকতা ছিল আকাশচুম্বী। পুলিশকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিলো এই যুবক।
এলাকাবাসীরা পুলিশ প্রশাসনের নিকট তার রিমান্ড নিয়ে আরো তথ্য উদঘাটনসহ বিচারের আবেদন জানান। এব্যাপারে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ কবির বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার সকালে আসামীকে বিজ্ঞ ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।