বালিয়াকান্দিতে ইঞ্জিন চালিত বালি টানা গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামীর মৃত্যু স্ত্রী আহত

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইঞ্জিন চালিত বালি টানা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নারুয়া বাজারের ব্যবসায়ী মতিয়ার রহমান (৫৫) মৃত্যু হয়েছে। এসময় তার স্ত্রী জোৎস্না ওরফে রিক্তা (৪৪) মারাত্বক আহত হয়েছে। মতিয়ার উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মজিবর রহমানের ছেলে ও রিক্তা মতিয়ার রহমানের স্ত্রী।
রবিবার দুপুরে বালিয়াকান্দি-পাংশা সড়কের সদর ইউনিয়নের শালমারা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল ও বালি টানা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মজিবর রহমানের ছেলে মতিয়ার রহমান (৫৫) ও তার স্ত্রী জোসনা বেগম ওরফে রিক্তা মোটরসাইকেল যোগে বালিয়াকান্দি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। শালমারা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে অবৈধ ইঞ্জিন চালিত বালি টানা (পটাং) গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকার লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মতিয়ার। এ সময় এলাকার লোকজন অবৈধ পটাং গাড়ী আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মতিয়ার রহমানের মৃত্যু হয়েছে।
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী