বাগেরহাট – ৪ আসন পূনবহালের দাবিতে মোড়েলগঞ্জে সর্বদলীয় হরতাল পালিত।

IMG-20250908-WA0000

মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি (বাগেরহাট )।

বাগেরহাট – ৪ সংসদীয় আসন পুনর্বাহালের দাবিতে মোড়েলগঞ্জে আজ রবিবার বিকেল ৫টায় মোড়েলগঞ্জ বাস স্ট্যান্ডে সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভিক্ষোভ মিছিলিটি বাসস্টান থেকে শুরু হয় মোরেলগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে পথসভায় রূপান্তরিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বিএনপি’র উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেহেদী হাসান ইয়াদ। বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ । পথসভায় বক্তব্য রাখেন জামায়েত ইসলামীর নায়েবে আমির মাস্টার মোঃ মনিরুল ইসলাম। পথসভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল ল্ট অঙ্গ সংগঠনের লোক বক্তব্য প্রদান দেন। বক্তারা বাগেরহাট – ৪ আসন পুনর্বহালের দাবিতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে মর্মে বক্তৃতা প্রদান করেন। বক্তারা বলেন দাবি আদায় না হলে আরো কঠোর ও দুর্বার আন্দোলন আন্দোলনের নামবেন তারা।

You may have missed