বাগেরহাটে মোরেলগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ।

স্টাফ রিপোর্টার
ফিরোজ আহমেদ
আজ ৬ই মে ২০২৫ সকালে পুলিশের একটি সূত্র বলছেন সোহেল নামে একজন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে ধরার জন্য পুলিশের একটি দল মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে গেলে সেখানে অরেন্ট ভুক্ত আসামের পক্ষের লোকজন ডাকাত ডাকাত বলে পুলিশের উপর কিছু লোক হামলা করে। পুলিশ অবস্থা বেগতিক দেখে তাদের জনবল বৃদ্ধি করে। এক পর্যায়ে সেনাবাহিনীর সহায়তায় ১/ মোঃ শাফায়েত তালুকদার (৩০) পিতা মোঃ ফারুক তালুকদার। ২/ মোহাম্মদ শাহিন (৩৫)
৩/ মোঃ সোহেল ( ৩৭)
ঘটনাস্থল থেকে আটক করে থানার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শাফায়েত মৃত্যুবরণ করেন। সে এক মাস আগে তন্বী নামে একটি মেয়েকে বিবাহ করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিবুল আল রশিদ বলেন ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের পৃথক টিম পটানো হয়েছে। ঘটনার সম্পর্কে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে পুলিশ
১/ একটি একনালা বন্দুক
২/একটি রামদা।
৩/২ টি ছোরা।
৪/ ২টি চাকু।
৫/ ২১ টি এক নালা বন্ধুক এর কারতুজ।
৬/ ৯ টি ১২বোরের গুলি।
৭/ ৩ টি মোবাইল ফোন।
৮/ ৬ সেট পুলিশের ইউনিফর্ম। উদ্ধার করতে সক্ষম হন।