বাগেরহাটের শরণখোলার আমড়াগাছিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার , ফিরোজ আহমেদ

বাগেরহাটের আমড়ারাগাছিয়ায় বাজার সংলগ্ন শ্রী নিরঞ্জন হাওলাদার ও সুরজিৎ হাওলাদারের বাড়িতে আজ ০৫/০৫/ ২০২৫ ভোর পাঁচটার সময় ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। স্থানীয়দের ভাষ্যমতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন সংঘটিত হয়। প্রথমে নিরঞ্জন হাওলাদারের ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তই মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে পার্শ্ববর্তী সুরজিৎ হাওলাদারের ঘরের দিকে ধাবিত হয় এবং আগুনের ধ্বংসাত্মক লেলিহান শিখা সবকিছু পুড়ে ধ্বংস লীলায় পরিণত হয়। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে ঘরের কোন প্রকার মালামাল উদ্ধার কিংবা বাঁচাতে পারিনি বলে জানান ঘরের মালিক নিরঞ্জন হাওলাদার এবং সুরজিৎ হাওলাদার। ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী স্থানীয় স্বেচ্ছাসেবক গন জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে তাদের চেষ্টার পরেও দুটি পরিবারের সবকিছু পুড়ে একেবারে নিঃস্ব হয়ে পড়ে।
আগুনের হাত থেকে ভুক্তভোগী পরিবারের শ্রী তাপস হাওলাদার মালামাল বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে নিজেই অগ্নির দগ্ধ হন। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ নগদ ৭ লাখ টাকা । ৪০০ কেজি চাল। চার বড়ি স্বর্ণ। টিভি ফ্রিজ, ইলেকট্রিক সরঞ্জাম, মোবাইল ফোন, আসবাবপত্র, ব্যবহারের কাপড়-চোপড় সহ সবকিছু অগ্নিকাণ্ডে বশীভূত হয় বলে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়রা জানান। তাদের বর্তমান অবস্থা খুবই করুন এই মুহূর্তে তাদের মাথা গোজার ঠাই এবং বিভিন্ন ধরনের সাহায্য ও সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাই স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য।