বাংলা ডান্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এর সংবর্ধনা দিলেন বহড়ুক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর , উপপ্রধান সঙ্গীতা হালদা

Screenshot_2025_0908_002602

আহমদ রেজা চট্টগ্রাম বিভাগীয় প্রধান

ডান্স বাংলা ডান্স একটি বাংলা রিয়েলিটি শো প্রোগ্রাম, যা জি বাংলায় প্রচারিত। এটি প্রথম শুরু হয়েছিল ২০০৭ সালের ৬ এপ্রিল।তখন মিঠুন চক্রবর্তী এর সঞ্চালক ছিলেন।পরে তিনি ডান্স ইন্ডিয়া ডান্সের ও সঞ্চালনা করেন। অনুষ্ঠানের অন্য কয়েকজন সেলিব্রিটি বিচারক ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়,। কিংবদন্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, প্রবাদপ্রতিম কবি শক্তি চট্টোপাধ্যায়, বিখ্যাত চিকিৎসক নীলরতন সরকার। এই একই বহড়ু গ্ৰামের ,একই স্কুলের ছাত্র ছাত্রী ছিলেন। কোনও স্কুল থেকে একজন মাত্র বিখ্যাত ছাত্র বেরোলে কত আনন্দ হয়।পঞ্চায়েত সমস্থ আধিকারিকরা কৃত্তিকা মুখ্যার্জীর হাতে একটি ফূলের স্তবক শুভেচ্ছা সহ একটি বিশেষ উপহার দেন ।
মেধাবী এই নিত্য শিল্পী কৃত্তিকার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার বহড়ুক্ষেএ গ্ৰাম পঞ্চায়েতের চ্যাটার্জি পরিবারে। চ্যাটার্জি পরিবারের দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি নাচের প্র্যাকটিস শুরু করে। অক্লান্ত পরিশ্রম আর জেদ কৃত্তিকা সারা রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় প্রথম স্থান পান। খুশি পরিবার পরিজন থেকে পাড়া-প্রতিবেশীরা। শনিবার সকাল ১২টা নাগাদ কৃত্তিকা চ্যাটার্জীর কে বহড়ুক্ষেএ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাহেব মতিবুর রহমান লস্কর আহব্বান জানিয়ে ছিলেন অঞ্চল অফিসে আসার জন্য।ততরুপ ভাবে কৃত্তিকা অঞ্চল অফিসে উপস্থিত হল।প্রথমে কৃত্তিকা মুখ্যার্জীকে প্রধান, উপপ্রধান সহ আশা দিদিমনি,সহ সমস্ত অফিস কর্মী সর্বমিলিত হয়ে শুভেচ্ছা সংবর্ধনা এবং বিশেষ উপহার তুলেদেন ।জেএসসির গর্ব ‌‌‌‌‌‌‌‌‌‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‍‌‍‌‌‍‌‍‍‍‌‍‍‍‍‍‍‍‍‌‍‍কৃত্তিকা‌‌‍‍ডান্স বাংলা ডান্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এর সংবর্ধনা দিলেন বহড়ুক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর। ডান্স বাংলা ডান্স ২০২৫ সিজনের চাম্পিয়ান হন কৃত্তিকা মুখার্জি। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের মুখার্জি পাড়ায়। চ্যাম্পিয়ন হিসেবে তিনি পেয়েছেন সাড়ে তিন লক্ষ টাকা ও সোনার মুকুট। সোনার মুকুটটি মাথায় পরিয়ে দেয় প্রখ্যাত অভিনেত্রী শুভশ্রী মুখার্জি। ফাইনালে তিনজন প্রতিযোগীর মধ্যে প্রতিযোগিতা হয়, পারফরম্যান্সের বিচারে চ্যাম্পিয়নের নাম ঘোষণা করেন বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। কৃত্তিকা মুখার্জি বলেন, আপনাদের আশীর্বাদে আমি চ্যাম্পিয়ন হয়ে বহড়ু গ্ৰামের নাম উজ্জ্বল করতে পেরেছি। আগামী দিনে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছা নিয়ে আপাতত পড়াশোনায় মন দিতে চাই। বহড়ুক্ষেএ গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর বলেন, বহড়ু এলাকার ঐতিহ্য আছে, অতীতে হেমন্ত মুখোপাধ্যায়, নীলরতন সরকার জন্ম এখানে বর্তমানে কৃত্তিকা মুখার্জির মত প্রতিভাবন নিত্য শিল্পীর জন্ম, বহড়ুবাসী হিসেবে গর্বিত। কৃত্তিকা মুখার্জি বলেন, আমি ছোট থেকেই নাচ শিখছি, সমস্ত অডিশনে অংশগ্রহণ করেছি কিন্তু সিলেক্ট হতে পারেনি। এবারে অডিশনে সুযোগটা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হতে পেরেছি। তিনি বলেন ধৈর্য , জেদ ও অক্লান্ত পরিশ্রম থাকলে যে কোন প্লাটফর্মে উন্নতি করা সম্ভব। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহড়ুক্ষেএ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর,বহড়ুক্ষেএ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঙ্গীতা হালদার সহ সমস্ত সদস্য সদস্যা ও পঞ্চায়েতের আধিকারিকরা।

You may have missed