বাংলাদেশ বৈষম্য বিরোধী শিক্ষানবিশ আইনজীবীদের ৬ দফা দাবী নিয়ে আন্দোলন
এম ফজলুর রহমান খালেদ :
বাংলাদেশ বৈষম্য বিরোধী শিক্ষা নবিশ আইনজীবী ঐক্য ফোরাম এর ভারপ্রাপ্ত আহবায়ক রনি আহম্মেদ এর নেতৃত্বে বার কাউন্সিল ভবনের সামনে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে এক মহা সমাবেশ করছেন আইনের উপর ডিগ্রীধারী শিক্ষা নবিশ আইনজীবীরা।এতে সারা বাংলাদেশের প্রত্যেক জেলা বার থেকে শিক্ষা নবিশ আইনজীবীরা দলে দলে ভেনার ফেস্টুন সাথে নিয়ে।
৬ দফা দাবী সমুহ হলো
১,অবিলম্বে ৩ স্তরের পরীক্ষা বাতিল চাই, এমসিকিউ ও ভাইভা এর মাধ্যমে এডভোকেট তালিকা ভুক্তি চাই।
২, বিতর্কিত লিখিত পরীক্ষা চীরতরে বাতিল করতে হবে।
৩, বছরে ২ বার এডভোকেট তালিকা ভুক্তি পরীক্ষা গ্রহণ করতে হবে( জানুয়ারী ও জুলাই)
৪, এমসিকিউ পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পুনরায় সেই পরীক্ষা নেয়া যাবে না। ( যা Retrospective Effect দিয়ে পূর্ব থেকে কার্যকর করতে হবে)
৫, এমসিকিউ পরীক্ষায় ৪০% এ পাস দিতে হবে এবং কোন প্রকার নেগেটিভ মার্ক থাকবে না।
৬, বার কাউন্সিল থেকে অবিলম্বে জুডিশিয়ারিকে প্রত্যাহার করতে হবে।
এই দাবীকে সামনে রেখে তারা মিশিল সহকারে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সাথে দেখা করবে।তারপর বার কাউন্সিল এর চেয়ারম্যান ও এটর্নী জেনারেল এডভোকেট আসাদুজ্জামান স্যারের সাথে দেখা করে তাদের দাবী দাওয়া পেশ করবেন।
এদিকে দেশের ক্রান্তিলগ্নে বন্যায় ক্ষতি গ্রস্থদের সাহায্য করার জন্য আহবায়ক সাদি আহমেদ কিছু সংখ্যক লোক নিয়ে ফেনীতে অবস্থান করছেন।