বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজুর রহমানের মৃত্যুতে নেত্রকোণার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া।

হৃদয় রায় সজীব
ময়মনসিংহ ব্যুরো প্রতিনিধিঃ

নেত্রকোণা বারহাট্টার বর্ষীয়ান রাজনীতিবিদ বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান আজ সকালে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

আজ (১৪ জানুয়ারি) শনিবার সকালে বারহাট্টা স্টেশন রোডের নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন। তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

তিনি দীর্ঘ ৩৬ বছর ধরে সততা ও দক্ষতার সাথে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। তিনি অত্যন্ত সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে সর্বমহলে খ্যাতি অর্জন করেছিলেন।

তাঁর মৃত্যুতে নেত্রকোণার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রকোণা জেলা শাখা, সহযোগী অঙ্গ সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকবার্তা জানানো হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের আজিজুর রহমানের মৃত্যুতে শোক বার্তা প্রেরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

মরহুমের নামাজের জানাজা আজ বিকাল ৪টা ৪৫ মিনিটে বারহাট্টা শেখ রাসেল মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের নামাজের জানাজায় অংশগ্রহণ করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, এমপি ও বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি, খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক, কাজী সাখাওয়াত হোসেন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেমসহ নেত্রকোণা ও বারহাট্টা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বারহাট্টা উপজেলার সর্বস্তরের জনগণ।

জানাজা শেষে, তার গ্রামের বাড়ী বিক্রমশ্রী গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।