বরগুনা পৌরসভায় সিরাজ উদ্দিন সড়কে জোরপূর্বক দোকান দখল


বরগুনা প্রতিনিধি।।
বরগুনা পৌরসভার টাউন হল সংলগ্ন সুলতান আলী সড়কে আবুল কাশেম বিএসসির কন্যা মোসাঃফেরদৌসি আক্তার,পেশায় স্কুল শিক্ষিকা(৪০) এর দোকান ঘর জোরপূর্বক বিগত ৭-৮ ২৪ তারিখ দখল করে নেয় বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য ও বরগুনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এ্যাডঃ রনজু আরা শিপু।দখলের পরে মোসাঃ ফেরদৌসী আক্তার প্রাথমিকভাবে মুঠোফোনে বরগুনা সদর ইউ এন ও মোঃশামীম মিঞা সাহেবকে অবহিত করে। পরবর্তীতে ইউএনও সাহেব এসে ঘরটি তালাবদ্ধ করে চাবি নিয়ে যায় এবং তার বরাবর একটি অভিযোগ করতে বলে। ঘর মালিক ফেরদৌসী আক্তার ইউএনও বরারব এ্যাডঃরনজু আরা শিপুর বিরুদ্ধে অভিযোগ দাখিল করে।বিষয়টি নিষ্পত্তি করার জন্য ইউএনও মহোদয় এসিল্যান্ড বরগুনা সদর কে দায়িত্ব্য প্রদান করেন।