বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভা।

মু.হায়দার আলী,নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫-১০-২০২৪) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শ্রী গোপাল মিত্র, রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান ও তিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী।

পরে অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে তিনজনকে সম্মাননা পত্র ও ক্রেষ্ট দেয়া হয়।
১. কলেজ পর্যায়ে- জনাব গোপাল চন্দ্র মিত্র, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ
২. মাধ্যমিক পর্যায়ে – শিবদাস সান্যাল, সেইন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ, বনপাড়া
৩. প্রাথমিক পর্যায়ে গুণী শিক্ষক – জনাব মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক, বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়াইগ্রাম, নাটোর।
শিক্ষক দিবসে সকল শ্রদ্ধেয় শিক্ষকগণকে জানাই অভিনন্দন।

You may have missed