বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন
খুলনা অফিস :
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান মুক্তিযুদ্ধর সর্বাধিনায়ক মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম. এ নাসিম ও সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেলসহ নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে খুলনা জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন নগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্ধ। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রাজীব হোসাইন, বিজয় কুমার দে মিঠু, বায়োজিদ হোসেন, মোঃ তাজমুল হক তাজু, এস. এম. আসিফ ইকবাল সবুজ, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ মোজাহার হোসেন, মোঃ ইমরান হাওলাদার, মোঃ খান আজিম হিজল, সাব্বির আহমেদ, সাইদুর রহমান মফিজ, মোঃ ইমরান হোসেন সাগর, মোহাম্মদ পিয়াল, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, কাজী মোঃ জায়েনুর ইসলাম বাবু, শরিফুল ইসলাম অভি, ফাহিদ হোসেন ঐশ্বর্য, মোঃ মাসুদ রানা, মোঃ হেলাল খান, মোঃ কবির হোসেন, মোঃ ইমরান গাজী, মোঃ রাজু শেখ, এ.কে.এম জান্নাতুল ফেরদৌস রুপম, ইঞ্জি. মোঃ হাফিজুর রহমান, মোঃ নাসির শেখ, মোঃ মারুফ হোসেন,শহিদুল ইসলাম রিপন, শামীম হাওলাদার, নিয়াজ মোরশেদ সৈকত, নূর আলম সজিব, আফরোজ আহসান, এস. এম দিদার, মোঃ আরিফুল ইসলাম রাসেল, মোঃ সুমন হাওলাদার মোঃ জাহাঙ্গীর হোসেন, দেবদাশ বিশ্বাস, কোমল বিশ্বাস, মোঃ আবু হেনা, মোঃ জাকারিয়া শেখ, রাশেদুজ্জামান রুবেল, নাসির মৃধা, মোঃ আল-আমিন, সাহিদ শেখ, মোঃ জোবায়ের হোসেন জনি প্রমূখ্য। পরে নেতৃবৃন্দ সকাল ৯টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহণ করেন।##