বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতৃত্বে সাদ্দাম যুগল

হৃদয় রায় সজীব
নেত্রকোণা প্রতিনিধি

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নেত্রকোণা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছর মেয়াদে ইঞ্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেনকে সভাপতি ও সাদ্দাম সাদীকে সাধারন সম্পাদক করে ৩৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

শুক্রবার (৩১ মার্চ) অত্র সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন মোহাম্মদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এবং পরিচালক সুসান আনোয়ার চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

নবগঠিত কমিটির সাধারন সম্পাদক সাদ্দাম সাদী বলেন, যাদের সহযোগিতায় কমিটি গঠন করা সম্ভব হয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা। অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার ৫টি আসনে আ’লীগকে বিজয়ী করতে ভূমিকা রাখতে পারবো বলে আশা রাখি।

এছাড়াও সদয় অবগতির জন্য নেত্রকোণা জেলা আ’লীগের সভাপতি-সম্পাদক বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে।