বগুড়ায় ৩০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার,

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী রংপুর বিভাগীয় চীপ ।
বগুড়া জেলা পুলিশের বিশেষ অভিযানে ত্রিশ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।
মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে বগুড়া পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো,
ভারতীয় বর্ডার ঘেসা এলাকা লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদমা এলাকার সাইদুল ইসলামের ছেলে ইব্রাহিম (২৩) ও মজিবর রহমানের ছেলে শাহিনুর হোসেন (২৫)।
মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন বিভিন্ন যানবাহনে। এসময় একটি পরিবহনে থামিয়ে তল্লাশি করলে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য গংয়েরা।
পুলিশ আরো জানায়, মাদক কারবারির সাথে জড়িত দুই ব্যক্তিকে আটকের পর শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও আসামি ইব্রাহিমের বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা আছে। লালমনিরহাট কুড়িগ্রাম, তিস্তা বীজ দিয়ে প্রতি দিন কোটি টাকার মাদক পারাপার হয় বলে সাংবাদিক রা গোপন সুত্রে জানতে পারে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যুব সমাজ কে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হইলো।