ফেলাফত মজলিসের খুলনা বিভাগীয় সমাবেশ আজ
# নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৮ দফা দাবি
ফেলাফত মজলিসের খুলনা বিভাগীয় সমাবেশ আজ
# নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৮ দফা দাবি
স্টাফ রিপোর্টার :
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, গ্রেফতারকৃত আলেম-উলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি এবং জাতীয় সংকট উত্তোরণসহ ৮ দফা দাবিতে আজ বৃহস্পতিবার খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ফেলাফত মজলিস।ইতিমধ্যেই সমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশে ১০ হাজার লোক সমাগমের টার্গেট করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি থাকবেন নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মজিদ ও কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম মাহবুব আলম। সভাপতিত্ব করবেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও খুলনা বিভাগীয় সমাবেশ আয়োজনের তত্ত্বাবধায়ক আল্লামা সাখাওয়াত হোসাইন।
বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আব্দুল হামিদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ মাওলানা আফতাব উদ্দিন, সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা নাসির উদ্দিন, খুলনা জোন পরিচালক ডাক্তার মোঃ আসাদুল্লাহ, কুষ্টিয়া জোন পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, বাগেরহাট জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদার, চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা আবুল হাসান, খুলনা মহানগর সভাপতি মাওলানা আলী আহমদ, যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মেহেরপুর জেলা সভাপতি মুফতি সাদিকুর রহমান ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ যোবায়ের। এছাড়াও দলের বিভিন্ন জেলা নেতৃবৃন্দ এবং শীর্ষ উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন।
এদিকে, সমাবেশের স্থান হিসেবে নগরীর সোনালী ব্যাংক চত্বর এবং ডাকবাংলা চত্বর ব্যবহারের অনুমতি চেয়ে খুলনার পুলিশ কমিশনার বরাবর আবেদন করা হয় দলের পক্ষ থেকে। কিন্তু বায়তুল নূর মসজিদ চত্বরে সমাবেশ করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তবে দলের প্রত্যাশিত স্থানের কোন একটিতে সমাবেশ করতে দৃঢ় রয়েছেন নেতৃবৃন্দ। এ বিষয়ে কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ জুবায়ের।
এর আগে ২৪ জুলাই বিভাগীয় সমাবেশ উপলক্ষে সোমবার নগরীর দোলখোলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং খুলনা বিভাগীয় সমাবেশ আয়োজনের তত্বাবধায়ক মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে দেশ আজ গৃহযুদ্ধের দিকে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের মত নির্বাচন আর জাতি মেনে নেবে না। দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি, হতে পারেনা। এছাড়া দেশের রাজনীতিকদের দুর্বলতার কারণে বিদেশীরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। এ কারণে দল নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হতে হবে। তিনি সরকারি দলকে বিরোধী দলগুলোর সঙ্গে বসে আলোচনার মাধ্যমে এ পরিস্থিতির সমাধানের আহবান জানান। দল-মত নির্বিশেষে খুলনা বিভাগীয় সমাবেশে সকলকে অংশ গ্রহণের আহবান জানান মাওলানা সাখাওয়াত হোসাইন।
এদিকে, বুধবার রাতে দলীয় কার্যালয়ে বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমাবেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বিভাগীয় সমাবেশ আয়োজনের তত্ত্বাবধায়ক মাওলানা সাখাওয়াত হোসাইন, ডাঃ মোহাম্মাদ আসাদুল্লাহ, মাওলানা এমদাদুল হক,মাওলানা নাসির উদ্দীন, মাওলানা আলী আহমাদ, মাওলানা শফিকুল ইসলাম ইসলাম, মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, হাফেজ সাজ্জাদ হোসেন, জামান বিন রায়হান,মোঃআকরামুল ইসলাম, ইমদাদুল্লাহ আজমী ডালিম, হাঃ শোয়াইব আহমেদ, শেখ মিজানুর রহমান, মাওলানা ফয়জুল্লাহ সিদ্দিকী, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মোঃ শাহীন শেখ,মোঃমামুনুর রশীদ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মোহাম্মাদুল্লাহ, মাসুম বিল্লাহ প্রমূখ।