ফেইক আইডি দিয়ে সাংবাদিককে আওয়ামীগ বানানোর অপচেস্টা

ফেইক আইডি দিয়ে সাংবাদিককে আওয়ামীগ বানানোর অপচেস্টা
মোঃ মাহাবুব আলম
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলা শশই গ্রামের দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার রিপোর্টার সাংবাদিক মোঃসাদেক মিয়াকে আওয়ামী লীগ বানিয়ে বুধন্তী ইউনিয়ন প্রতিবাদ কণ্ঠ ভুয়া ফেইক আইডি দিয়ে আওয়ামী লীগের ছবি এডিট করে লাগিয়ে চাদা দাবি করে ২০২৫ সালের একটি ছবি দিয়ে ২৫সালের দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় শুভেচ্ছা জানিয়ে ছিলেন সেই ছবি নিয়ে যোগ করে ব্যানার তৈরি করে অজ্ঞাত ব্যক্তি আওয়ামীগের পদ পদবী লাগিয়েছে ফেইক বুধন্তী ইউনিয়ন প্রতিবাদ কন্ঠ আইডিতে পোস্ট করেন/ অজ্ঞাত ব্যক্তি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিজয়নগর থানা একটি মামলা করেন মোঃসাদেক মিয়া আরে বলেন আমার গাড়ি পার্কিং করলে টায়ারের হাওয়া ছেড়ে দেয় ও আমি সাংবাদিকতা বহাল করতে হবে না হলে আমার লাশ পরিবারে ও দেখবেনা বলেছে আরো বিভিন্ন হুমকি দেয় বিভিন্ন দরের নাম্বার দিয়ে আজ শুক্রবার (১৭ মে) আমি বিকালে বিজয়নগর থানায় উপস্থিত হয়ে আমি অজ্ঞাতনামা মামলা দায়ের করেছি অজ্ঞাত /ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ফেসবুক আইডি খুলে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়িয়ে আমার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে। তাই ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে মামলা দায়ের করছি করতে বাধ্য হয়েছি।”
এব্যাপারে মোঃসাদেক মিয়া বলেন আমার নামের ইংরেজিতে Sk Sadekul Islam নামে একটি পেজ রয়েছে, এছাড়া আমার নামের আর কোন আইডি বা পেইজ নেই। কিন্তু ইদানিং অজ্ঞাত নামা/ব্যক্তিরা আমার নামে ও প্রোফাইলে আমার ছবি ব্যবহার করে আইডি খোলে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে তাই আমি মান সম্মান ও ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি ও করেছি। আশা করছি প্রশাসন এব্যাপাবে ব্যবস্থা গ্রহন করার প্রক্রিয়া চলতেছে।
বিজয়নগর থানার আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।