ফুলপুরে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত


মাহাবুল ইসলাম, ফুলপুর ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে ‘৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পুরাতন শহীদ মিনার থেকে শুরু হয়ে হালুয়াঘাট টু ময়মনসিংহ রাজপথে বিশাল মিছিল রাজপথ প্রদক্ষিণ করে।

রাজপথ প্রদক্ষিণ শেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মঞ্চে এসময় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযুদ্ধা এ্যাড.আবুল বাসার আকন্দ সাহেব।
তিনি ময়মনসিংহ -২ আসনের সাবেক এমপি, সাবেক ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ময়মনসিংহ উঃজেলা বিএনপি’র ১ নং সদস্য।

ময়মনসিংহ উঃজেলা বিএনপি’র সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমদাদ হোসেন খাঁনের সভাপতিত্ব এবং ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ময়মনসিংহ উঃজেলা বিএনপি’র সদস্য ও ময়মনসিংহ উঃজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কুদরত আলী।

এসময় আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ উঃজেলা বিএনপি সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ সরকার।

আয়োজনে ফুলপুর উপজেলা -পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।